অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসি কার্যকর ২৫ জুলাই রাতে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ৭:০০ অপরাহ্ণ

আগামী ২৫ জুলাই রাত ১০টা ১ মিনিটে রাবি অধ্যাপক তাহের হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২ আসামির ফাঁসি কার্যকর হবে। বুধবার কারাগার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এদিন একইমঞ্চে দণ্ডপ্রাপ্ত ২ আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর করা হবে।

এদিকে সোমবার উচ্চ আদালতে আসামি জাহাঙ্গীরের করা ফাঁসি স্থগিতের রিট আবেদন খারিজ হবার পর তারা এবার ফাঁসি স্থগিত চেয়ে মার্কিন দূতাবাসের দারস্থ হয়েছেন। জাহাঙ্গীরের ভাই সোহরাব হোসেন বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনজীবী এস এন গোস্বামীর পরামর্শে তারা ১৭ জুলাই নথিসহ ফাঁসি স্থগিত চেয়ে আমেরিকান দূতাবাসে আবেদন করেছেন। তবে সেখান থেকে এখনও কোনো সাড়া মেলেনি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এই সম্পর্কিত আরও খবর...