সব
স্বদেশ বিদেশ ডট কম
নড়াইলে আজাদ শেখ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজাদ শেখ পেড়লী গ্রামের সালাম শেখের ছেলে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে ফিরছিলেন যুবলীগ কর্মী আজাদ শেখ। পথে পেরোলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ তাসমীম আলম জানান, ওই এলাকায় পরিস্থিতি সাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03