সব
স্বদেশ বিদেশ ডট কম
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাট করতে নামা ভারতের ‘এ’ দলকে চেপে ধরেছে বাংলাদেশ ‘এ’ দল। একশ’ রানের আগে চার উইকেট হারায় তারা। একশ’ রানের পরে ছয় উইকেট হারিয়ে কাঁপছে ভারতের ইমার্জিং দল।
শুক্রবার শ্রীলঙ্কার কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে অনুষ্ঠিত ম্যাচে ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রানে খেলছে ভারত। ক্রিজে থাকা অধিনায়ক ইয়াশ ধুল ২৭ রান করেছেন। তার সঙ্গী হারশিট রানা।
এর আগে ২৯ রানে প্রথম উইকেট হারায় ভারতীয় ইমার্জিং দল। ওপেনার সাই সুদর্শন ২৪ বলে তিন চারে ২১ রান করে ফিরে যান। দলের ৭৫ রানে সাজঘরে ফেরেন নিকিন জোশ। তিনি ১৭ রান করেন। ১৪তম ওভারে বিতর্কিত স্টাম্পিং থেকে বাঁচলেও ১৯তম ওভারে আউট হন তিনি।
এরপর ওপেনার অভিষেক শর্মাকে তুলে নেন বাঁ-হাতি তরুণ স্পিনার রাকিবুল হাসান। সুদর্শন ৩৪ রান করেন। পরে ক্রিজে নামা নিশাত সিধুকে ক্যাচে পরিণত করেন এই বাঁ-হাতি স্পিনার। এরপর রায়ান প্রাগকে (১২) তুলে নেন তানজিদ সাকিব। ধ্রুব জুয়েলকে আউট করেন শেখ মেহেদী।
Developed by:
Helpline : +88 01712 88 65 03