আবাসিক হোটেল থেকে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ


পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জঙ্গি হামলা ও নাশকতার পরিকল্পনার বৈঠককালে ১১ জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- পুলিশ উপ-পরিদর্শক শহিদুল, কনেষ্টবল মাসুম, হাসান ও কনেষ্টবল ফরহাদ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খাঁনের নেতৃত্বে আবাসিক হোটেল আল-হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে বিপুল সংখ্যক জিহাদী-উগ্রবাদী বই, কর্মী সংগ্রহ ফরম, সংগঠন মুদ্রিত নোট বুক, খাতা, ১২টি মোবাইলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- ঝালকাঠি সদর উপজেলার চাঁদকাঠি গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. ফরিদুল হক (৫৬), কৃষ্ণকাঠি গ্রামের আ. গনি হাওলাদারের ছেলে মো. ফারুক হোসেন (৫৭), একই গ্রামের মৃত আ. গনি হাওলাদারের ছেলে মো. মোজাম্মেল হক, ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মৃত আ. মালেকের ছেলে মো. আজিজুর রহমান (৩৮), ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে আ. হান্নান (৫০), ঝালকাঠি পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সেলিম হাওলাদারের ছেলে মো. আরিফ হোসেন হাওলাদার (২৪), জেলার রাজাপুর থানার কানুদাসকাঠি গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪৬), নলছিটি থানার নলবুনিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের ছেলে শফিকুল ইসলাম (৫৪), খাওখীর গ্রামের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে আ. হালিম হাওলাদার (৬৪), আমতলি গ্রামের মৃত মুনসুর আলী আকনের ছেলে মো. হারুন-অর-রশিদ (৫৭), কাঠালিয়া থানার সোনাউটা গ্রামের সাহেব আলী সরদারের ছেলে মো. এনামুল হক সরদার (৩৭)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল কক্ষে গোপন বৈঠক চলাকালে এদের আটক করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে গোলাম আজমের লেখাসহ বিপুল সংখ্যক জিহাদী-উগ্রবাদী বই, কর্মী সংগ্রহ ফরম, সংগঠন মুদ্রিত নোট বুক, খাতা, ১২টি মোবাইল জব্দ করা হয়েছে। ৪ জন পুলিশ সদস্য তাদের হামলায় আহত হয়েছে।

ওসি আরও বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...