ইসলাম আমার জীবনে শান্তি এনে দিয়েছে, বললেন এ আর রহমান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ৩:২৯ অপরাহ্ণ

জন্মের পর সুরকার বাবা তার নাম রেখেছিলেন দীলিপ কুমার। বাবার মৃত্যুর পর হিন্দু ধর্ম পাল্টে ইসলাম ধর্ম গ্রহণ করে পুরো পরিবার। এরপর দীলিপ কুমারের নাম রাখা হয় এ আর রহমান। এর কিছু বছর পরেই মুক্তি পায় ‘রোজা’ সিনেমা। যার মধ্যে দিয়ে রহমানের নাম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

এক সাক্ষাৎকারে এ আর রহমান জানান, ইসলাম এবং সুফির সান্নিধ্যে আসার পরই তার জীবন যেন নতুন খাতে বইতে লাগল। জীবনের লড়াই যেন আরও সহজ হয়ে উঠল, তারপর বিশ্ব জুড়ে সুনাম আর জীবনের শান্তি। এ সবকিছুই নাকি তিনি লাভ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর।

এ আর রহমানের কথায়, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভেতর কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকল।’

তাহলে ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে— এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। উত্তরে এই সংগীতজ্ঞ বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে নিজের ভিতর নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে অনুভব করা। এক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র। এবং আমরা এর পক্ষে।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...