রুশ নৌবহরে যুক্ত হচ্ছে আরও ৩০টি যুদ্ধজাহাজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ

রাশিয়ার নৌ-দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে রুশ নৌবহরে আরও ৩০ যুদ্ধজাহাজ যুক্ত করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার নৌ-দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পশ্চিমা শক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত নিজেদের যুদ্ধজাহাজ বাড়াচ্ছে রাশিয়া। এ বছরেই রুশ নৌবাহিনী আরও ৩০টি যুদ্ধজাহাজ পাচ্ছে বলে জানালেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিন বলেন, আজ রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে ক্রমাগতভাবে তার নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছে। এ বছরই কয়েক ধরনের ৩০টি যুদ্ধজাহাজ রুশ নৌবহরে যুক্ত হচ্ছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর কৃষ্ণসাগর ও আজভ সাগরে একাধিক রুশ জাহাজ ধ্বংসের খবর পাওয়া যায়। এর মধ্যে অন্যতম রুশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ জাহাজ মস্কোভা।

গত বছর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হওয়ার পরে একপর্যায়ে ডুবে যায় এটি। শুধু যুদ্ধজাহাজই নয়, এই যুদ্ধে প্রচুর সেনা, ট্যাংক, হেলিকপ্টার হারিয়েছে মস্কো। সূত্র: তাস নিউজ

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...