সিলেটে ৭ স্থানে মিলল ডেঙ্গুর লার্ভা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২৩, ১:২৭ অপরাহ্ণ

সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার (১ আগস্ট) দিনব্যাপী অভিযানে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান, একটি নির্মাণাধীন ভবন ও তিনটি বাসাবাড়ির সাত স্থানে পাওয়া গেছে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা। এসবের মালিককে জরিমানা করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে এডিস মশার লার্ভা অনুসন্ধান শুরু হয়। নগরীর মদিনা মার্কেট, কালিবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়িতে লার্ভা পাওয়া যায়। পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত এসবের মালিকদের ৪৪ হাজার টাকা জরিমানা করেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh