আরব আমিরাত থেকে কার্টনে মালামাল আনতে পারবেন না বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরে কার্টন ও পোটলা আকারের লাগেজ গ্রহণ করা হবে না বলে এয়ারলাইন্সগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশ থেকেও যাতে কার্টন বা পোটলা আকারের লাগেজ চেক-ইন করানো না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এয়ারলাইন্সের হেড অফিস থেকে।

জানা গেছে, গোলাকৃতির কার্টন ও পোটলা লাগেজ বেল্টে দেওয়ার পর তা বেল্ট থেকে পড়ে যায়। সন্দেহজনক লাগেজে তল্লাশি চালানোর পর তা আর আগের মত বেধে ফেলা যায় না। কার্টন ও পোটলার ডেলিভারি দিতে বেশি সময় লাগে এবং বিমানে বেশি যায়গা লাগে। এসব কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর নির্দেশনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও কার্টন বক্সে নিষেধাজ্ঞা দিয়েছে। ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর থেকে এই নিষেধাজ্ঞা আসলেও ভবিষ্যতে অন্য দেশ থেকেও এমন নিষেধাজ্ঞা আসতে পারে।

[১] [২] [৩]