মাওলানা ইনছাফুজ্জামান চৌধুরীর মায়ের মৃত্যুতে হবিগঞ্জজেলা জমিয়ত নেতৃবৃন্দের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ৬:২২ পূর্বাহ্ণ

নবীগঞ্জ উপজেলার নূরগাঁও নিবাসী বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী  মরহুম আব্দুল কদ্দুস চৌধুরীর (বড় সরপঞ্জ) সাহেবের  সহধর্মিনী ও জমিয়তে  উলামায়ে ইসলাম  নবীগঞ্জ উপজেলা শাখার বর্তমান  সাধারন সম্পাদক মাওলানা ইনছাফুজ্জামান চৌধুরী’র মমতাময়ী মাতা সৈয়দা চাঁন বিবি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জজেলা  ও নবীগঞ্জ উপজেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  এখানে উল্লেখ্য যে  সৈয়দা চাঁনবিবি চৌধুরী বার্ধক্যজনিত কারনে গেল ৬ আগষ্ট ২০২৩ ভোররাতে গ্রামের বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছি ৯৫ বছর। ওইদিন সকাল ১১টায় নূরগাঁও ঈদগাহ  ময়দানে  নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে স্বামীর পাশে সমাহিত করা হয়। এখানে উল্লেখ্য যে তিনি ছিলেন একজন পরোপকারী ও আদর্শবান মহিলা।

হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলা  শাখা জমিয়তের  পক্ষে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন আলহাজ্ব মাওলানা শায়খ আবদুল কাইয়ুম জালালাবাদী সিনিয়র সহসভাপতি, মাওলানা শায়খ আবদুল কাদির হোসাইনী  সহসভাপতি, মাওলানা শায়খ আবদুল বাছিত শায়খে বৈঠাখালী সহসভাপতি, মাওলানা শায়খ আবদুশ শহীদ সাধারণ সম্পাদ, মুফতি মুশতাক আহমদ ফুরকানী, যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবদুস সালাম সহসাংগঠনিক সম্পাদক,মাওলানা আবদুর রকিব হক্কানি,  মাওলানা মুহিউদ্দীন, মাওলানা জামিল আহমদ ফুরকানী, মাওলানা হাফিজুর রহমান সাদী,  মাওলানা ইব্রাহীম, মাওলানা আবদুল মালিক, হাফিজ নুরুল হক, হাফিজ মাওলানা আবদুল মুকিত, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবদুল আজিজ , হাফিজ শাহ জুবায়ের আহমদ,  মাওলানা আল আমিন, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আবদুল ওয়াহিদ প্রমুখ।

 

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh