সিলেটে মৃদু ভূমিকম্প, আতঙ্কে ছুটোছুটি


সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ জানান, ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিমি দূরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

[১] [২] [৩]