মৌলভীবাজারে হঠাৎ পেট্রোল পাম্পে মোটর বাইকারদের ভিড়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৭ পূর্বাহ্ণ

পেট্রোল পাম্পে লাগাতার ধর্মঘটের খবরে মৌলভীবাজার শহরে হঠাৎ করে প্রতিটি পেট্রোল পাম্পগুলোতে মোটর বাইকারের ভিড় লেগে যায়।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার পর শহরের কুসুমবাগ, শ্রীমঙ্গল রোড়, চাঁদনীঘাট ও শমসেরনগর রোডের পেট্রোল পাম্পগুলোতে মটর বাইকারের ভীড় দেখা যায়।

এসময় বেশ কয়েকজন মটর বাইকার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন, আগামীকাল থেকে পেট্রোল পাম্পে লাগাতার ধর্মঘট হবে। এমন গুঞ্জনে তারা তেল নিতে এসেছেন বলে তারা জানান।

মটর বাইকার রিপন বলেন, আগামীকাল জরুরি প্রয়োজনে স্ত্রীকে নিয়ে সিলেট যেতে হবে। বাইকে ৬ লিটার অকটেন আছে, তারপরও আরও ৭ লিটার অকটেন নিয়ে ট্যাঙ্কি লোড করলাম, কারণ হঠাৎ আজ রাতে শুনলাম পেট্রোল পাম্পে লাগাতার ধর্মঘটের সম্ভাবনা রয়েছে।

শহরের কুসুমবাগ এলাকার মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী গৌতম সরকার জানান, রাত ৯টার পর হঠাৎ করে শহরের মটরবাইকারেরা পাম্পে ভিড় জমান।

তারা বলেন, আগামীকাল থেকে পেট্রোল, অকটেন পাওয়া যাবে না। তাই তারা শুধুমাত্র পেট্রোল, অকটেন নিতে এসেছেন।

শহরের শমসেরনগর রোডের এমএফ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার শাহ নুরে আলম তমাল বলেন, ধর্মঘটের কোনো নির্দেশনা এখনও পাইনি। আজ হঠাৎ করে মটর বাইকারদের এতো ভিড় কেন বলতে পারছি না।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...