সব
স্বদেশ বিদেশ ডট কম
সিঙ্গাপুর চিকিৎসা শেষে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এবার দেশে আসছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আগামীকাল (মঙ্গলবার) তিনি ঢাকায় আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ২ মাস ৯ দিন চিকিৎসা শেষে আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশ বিমানের একটি প্লাইটে তিনি ঢাকা বিমান বন্দর অবতরণ করবেন।
এর আগে গত শনিবার চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Developed by:
Helpline : +88 01712 88 65 03