সব
স্বদেশ বিদেশ ডট কম
ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বৃষ্টি শঙ্কা ছিল। যে কারণে এই হাই-ভোল্টেজ ম্যাচে রিজার্ভ ডে রাখার বিতর্কিত সিদ্ধান্ত নেয় এসিসি। অবশেষে সেই শঙ্কায় সত্যি হলো। ভারতীয় ইনিংসের মাঝপথে বৃষ্টিতে বাগড়ায় আপাতত বন্ধ রয়েছে খেলা। ফলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে ভারত। ১৬ বলে ৮ রানে কোহলি ও ২৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দ্রুত রান তুলতে থাকা এই দুই ব্যাটার ওপেনিং জুটিতে করেন ১২১ রান।
এই দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ফিফটি পূরণের পর শাদাব খানের বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন রোহিত। মাত্র ৪৯ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। এদিকে ৫২ বলে ১০টি চারের সাহায্যে ৫৮ রান করে আউট হয়েছেন শুভমান গিল।
Developed by: Helpline : +88 01712 88 65 03