সোনালী অতীত ইউকে‘র গ্রেটার সিলেট ডিস্ট্রিক কাপ ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৮ অপরাহ্ণ

ব্রিটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর রোববার হেকনিস্থ ম্যাবলিগ্রীন ফুটবল গ্রাউন্ডে গ্রেটার সিলেট ডিস্ট্রিক কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর সিলেটের ৪টি জেলার দুই গ্রুপের মোট ৮টি টিম খেলায় অংশ গ্রহণ করে। লন্ডনে অনুষ্ঠিত গ্রেটার সিলেট ডিস্ট্রিক কাপ ফুটবল টুর্নামেন্টে পঞ্চাশের উর্ধে মৌলবীবজার জেলাকে পরাজিত করে কোম্বাইন টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং চল্লিশের উর্ধে সিলেট জেলাকে পরাজিত করে সুনামগঞ্জ জিলা চ্যাম্পিয়ন হয়েছে।
৫০ উর্ধ খেলোয়াড়দের সমন্নয়ে ৮এ সাইডএবং ৪০ উর্ধে ১১এ সাইড এই টুর্নামেন্টে শুরু হয় সকাল ১০টা থেকে।

এদিকে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ইউকের চেয়ারম্যান জামাল উদ্দিন। সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজারের পরিচালনা বক্তব্য রাখেন ও পুরুস্কার তুলেদেন টাউয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর সুলুক আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর বদরুল চৌধুরী, সোনালী অতীতের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, ট্রেজারর সেলিম উদ্দিন, অর্গনাইজেশন সেক্রেটারী আব্দুল মুহিত, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী আবুল কাসেম, আম্পল লেটিং এন্ড মেনেইজমেন্টের পরিচালক আব্দুল হালিম, ভেন্টেইজ এস্কিডেন্ট এন্ড মেনেইজমেন্টের পরিচালক আব্দুস সামাদ প্রমুখ।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...