সব
স্বদেশ বিদেশ ডট কম
আবারও পাকিস্তানে রাজনৈতিক এক দলের ওপর ঘটেছে বোমা হামলার ঘটনা। ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর নেতা হাফিজ হামদুল্লাহকে নিয়ে কোয়েটা থেকে কালাতে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটে। এতে দলটির এই নেতাসহ আহত হন ১১ জন।
তবে হামলাটি আত্মঘাতী ছিলো কিনা, এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এদিকে পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদন বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে রক্তাক্ত হামদুল্লাহ কথা বলার সময় তার পাশে দুইজন বন্দুকধারী দাঁড়িয়ে আছেন।
মাস্তুংয়ের সহকারী কমিশনার আতাউল্লাহ মেমন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তর করা হয়েছে। আহত হলেও আশঙ্কাজনক অবস্থায় নেই এই রাজনৈতিক নেতা।
এ বিস্ফোরণে কেউই গুরুতর আহত হয়নি। এই মুহূর্তে কোনো গুরুতর সমস্যা নেই বলে জানিয়েছে জিও টিভি।
দেশটির পুলিশ জানায়, হামদুল্লাহ এবং অন্যরা কোয়েটা থেকে কালাতে যাচ্ছিলেন। তারা মাস্তুং অতিক্রম করার পরে ঘটনাটি ঘটে। তবে এটি আত্মঘাতী বিস্ফোরণ নাকি পরিকল্পিত বোমা হামলা তা আমরা এখনও জানি না।
বেলুচিস্তানের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী জুবায়ের জামালি ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের সাহায্য করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, পাশাপাশি তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের নির্মূলে সম্ভাব্য সব কিছু করা হবে।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও সহায়তাকারীদের আইনের আওতায় আনতে হবে।
এদিকে বিস্ফোরণের পর এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে তালেবানদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে কারণে তালেবানদের সঙ্গে পাকিস্তান সরকারের বৈরি সম্পর্কের কারণে এটিকে এক ধরণের সতর্কবার্তা হিসেবেও বর্ণনা করছে বেশ কিছু গণমাধ্যম।
Developed by: Helpline : +88 01712 88 65 03