ভিসানীতিতে কারা নিষেধাজ্ঞায় পড়েছেন জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য যে ভিসানীতির প্রয়োগ শুরু করেছে তার মাধ্যমে কারা নিষেধাজ্ঞায় পড়েছেন সে সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার, এটা নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার নেই বলেও জানান মন্ত্রী।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক করেন।

ভিসানীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ভিসানীতি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের কাদের নিষিদ্ধ করেছে, সেটা জানা নেই। ভিসা নিষেধাজ্ঞা যারা দিয়েছেন, সেটা তাদের ব্যাপার। তারা তাদের দেশে কাকে যেতে দেবেন আর কাকে দেবেন না; সেটাও তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই, বলারও কিছু নেই।

ভিসানীতির আওতায় অনেকে নিষিদ্ধ হচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নিষেধাজ্ঞা তারা ডিক্লেয়ার করেছে বলে আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটা শুনেছি, সেটাই জানি। এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেগুলো আমরা জানি না।

গত ২৪ মে বাংলাদেশের জন্য একটি নতুন ভিসানীতি ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ঘোষণা অনুযায়ী, নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানায় দেশটি। এই ঘোষণার চার মাস পর গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বিবৃতিতে জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত হতে পারেন- এমনটাও জানানো হয় বিবৃতিতে। অবশ্য নীতি অনুযায়ী কারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...