তামিম দল থেকে বাদ পড়ার বিষয়ে যা বললেন নান্নু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ণ

বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে নেই তামিম ইকবাল। মঙ্গলবার বিকেল গড়াতেই চাওর হয়ে যায়, তামিম বিশ্বকাপ দলে নেই। খুব স্বাভাবিকভাবেই মনে করা হয়েছে অধিনায়ক সাকিব এবং প্রধান কোচ হাথুরুসিংহের ইচ্ছেতেই দলে নেই তামিম।

আসল ঘটনা কি তাই? সত্যিই টাইগার প্রধান কোচ ও অধিনায়ক চাননি বলেই বিশ্বকাপের দলে নেই তামিম?

মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে নান্নু বলেন, ‘তামিম ইকবালের অনেক দিন ধরেই চোটের সমস্যা। এটা আমরা সবাই জানি। চোট নিয়ে লড়ছিল এবং নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পরই কমপ্লেইন এসেছে, তাই সবকিছু বিবেচনা করে, সবকিছু চিন্তা করে, ওর চোটের কথা ভেবেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।’

বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সার্বিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টিম আমাদের তথ্য দিয়েছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি। এরপর সিদ্ধান্তটা এসেছে। এখানে এমন না যে কারও সঙ্গে আলোচনা না করে, পুরোপুরি না জেনে আমি সিদ্ধান্ত নিয়েছি। সবার থেকে তথ্য নিয়ে এ সিদ্ধান্ত।’

দল নির্বাচনের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা হয় জানিয়ে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘টিম ম্যানেজমেন্টে হেড কোচ আছে, অধিনায়ক আছে। সবার সঙ্গে আলোচনা হয়। এরপর স্কোয়াড প্রস্তুত করা হয়। তামিমের ক্ষেত্রেও একই ধরনে, একই নিয়মে আলোচনা হয়েছে।’

নান্নুর কথার সারমর্ম হলো, তামিম ইকবাল বেশকিছু দিন ধরেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন এবং ক্রমাগত ইনজুরির সাথে লড়াই করছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ডে চিকিৎসা শেষে দেশে এসে ফিটনেস ফিরে পেয়েছিলেন। তাই তাকে খেলানো হয়েছে।

অথচ মাত্র একম্যাচে ব্যাটিং করে তামিম নিজেই জানিয়েছেন, তার অস্বস্তি লেগেছে। এর পরপরই টিম-ম্যানেজমেন্ট ও নির্বাচকরা ধরে নিয়েছেন, এমন ফিটনেসে ঘাটতি ও অস্বস্তি নিয়ে তামিমের পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব হবে না। তাই তাকে দলের বাইরে রাখা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...