বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১:২৮ অপরাহ্ণ

বিশ্বকাপ মিশনে ভারতের গোয়াহাটির উদ্দেশে বুধবার বিকালে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে ২৯ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন টাইগাররা। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ২ অক্টোবর। দুটি ম্যাচই হবে আড়াইটায়।

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দল দুটি ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট। আগামী ১৯ নভেম্বর একটি দলের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে পর্দা নামবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের।

বাংলাদেশ তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর যথাক্রমে ১০ অক্টোবর ইংল্যান্ড, ১৩ অক্টোবর নিউজিল্যান্ড, ১৯ অক্টোবর ভারত, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২৮ অক্টোবর নেদারল্যান্ডস, ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর শ্রীলংকা এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো খেলবে।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। প্রায় ৪৬ দিনব্যাপী বৈশ্বিক এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ নভেম্বর। বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। দেশসেরা ওপেনার তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি।

আর বাংলাদেশের কিছুক্ষণ আগে বিশ্বকাপ দল ঘোষণা করেছে আরেক এশিয়ার দল শ্রীলঙ্কা। ফলে দল ঘোষণার ডেড লাইনের একদিন আগেই সকল দেশই জানিয়ে দিয়েছে কাদের নিয়ে এবার তারা যাচ্ছে ভারত বিশ্বকাপে। এবার দেখে নেয়া যায় এই ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...