সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটের ওসমানীনগরে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুরের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ভারতীয় চিনিসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া নিজাম উদ্দিন (২৯) জৈন্তাপুর উপজেলার উত্তর ঘাটেরচটি এলাকার মো. নুর উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, ট্রাকে করে বালু দিয়ে ঢেকে অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। চোরাচালানের সাথে জড়িত থাকায় নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারি পুলিশ সুপার) মো. সম্রাট তালুকদার জানান, তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03