ভারতে ফিরেছেন ইসরায়েলে আটকে পড়া নুসরাত ভারুচা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েল গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার (৭ অক্টোবর) দেশটিতে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। অবশেষে নিজের দেশ ভারতে ফিরলেন নায়িকা।

রোববার (৮ অক্টোবর) বিকেলের দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের বরাত এ তথ্য জানা গেছে।

এ সময় নুসরাতকে দেখে এগিয়ে যান সংবাদকর্মীরা। কিন্তু এসময় তেমন কোনো কথা বলেননি। নিজের গাড়িতে উঠার আগে এ অভিনেত্রী বলেন, আমাকে কিছুটা সময় দিন। তারপরই নিজের গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। আর দূতাবাসের সহায়তায় তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

অভিনেত্রীর টিম জানিয়েছিল, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তখন একটি বেসমেন্টে নিরাপদ অবস্থানে ছিলেন তিনি। তারপর থেকে আর সংযোগ পাওয়া যাচ্ছিল না।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...