বাঘে-সিংহের লড়াই আজ

বিশ্বকাপের ১৩তম আসরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এবার তাদের সামনে ইংলিশ বাধা।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় ম্যাচটি শুরু সকাল ১১টায়। সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস।

এমন ম্যাচের আগে অবশ্য বাংলাদেশ অনুপ্রেরণা পাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের পরিসংখ্যান থেকে। ইংলিশদের সঙ্গে তিন দেখায় ইংল্যান্ডকে দুইবার হারিয়েছে টাইগাররা। ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সবশেষ আসরে পাত্তা না পেলেও উপমহাদেশে হওয়ায় আজকের ম্যাচে ইংলিশদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

ইংলিশ বধের প্রথম গল্পটা লেখা হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে ঘরের মাঠে। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক ফারাক। ফলে স্বাগতিক হিসেবে ইংলিশদের বিপক্ষে জয়টাকে ক্রিকেট বিশ্ব দেখেছিল অঘটন হিসেবে।

তবে পরের বিশ্বকাপেরটা শুধু গল্প নয় এটা ছিল অমর হয়ে যাওয়া ইতিহাস। যেই জয় পাল্টে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাস। অথচ বিশ্বকাপের আগে শেষ দুই বছরে তখন বাংলাদেশের জয় বলতে ছিল শুধু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়। আর তারাই কিনা বিশ্বআসরে ক্রিকেটের মোড়লদের হারিয়ে দেশের বিমানের টিকিট ধরিয়ে দিয়েছেল।

তবে সবচেয়ে মজার বিষয় যেটি সেটি হচ্ছে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। আর ২০১৫ সালে যখন ইংলিশদের বধ করে কোয়ার্টার ফাইনালে ওঠে টাইগাররা সেবার প্রধান কোচ ছিলেন চন্দ্রিকা হাথুরুসিংহে। আর এবারের টুর্নামেন্টে এ দুই মাস্টার মাইন্ড হয়েছেন যুগলবন্দী। আজও তাই দুই মাস্টার মাইন্ডের কাছ থেকে দারুণ জয়ের প্রত্যাশা করছেন ভক্ত-সমর্থকরা।

বিশ্বআসরে তিনবারের দেখায় বাংলাদেশ ২-১ এ এগিয়ে থাকলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মুখোমুখিতে এগিয়ে আছে ইংলিশরাই। ওয়ানডেতে ২৪ ম্যাচে ইংলিশদের জয় ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মোট ৫ ম্যাচে।

আজকের ম্যাচের আগে আবার ইংলিশদের মুখোমুখি ম্যাচে জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। তাও সেটা চলতি বছরের মার্চ মাসে। তিন ম্যাচে সিরিজটি ইংলিশরা ২-১ ব্যবধানে জিতে নিলেও সিরিজের শেষ ম্যাচে জয় ‍তুলে নেয় বাংলাদেশ। লায়ন্সদের বিপক্ষে এইসব জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস।

 

[১] [২] [৩]