টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায় ইকানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসরের দশম ম্যাচটি।

অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপ শুরুর পর ফুরফুরে মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি প্রোটিয়াদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

চোট কাটিয়ে এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তিনি দলে ফেরায় অনুমেয়ভাবে একাদশ থেকে বাদ পড়েছেন আরেক পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। এছাড়া উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারির বদলে সুযোগ পেয়েছেন জশ ইংলিশ।

অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচ থেকে দক্ষিণ আফ্রিকা একাদশে বাড়তি একজন স্পিনা

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকার একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান দার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনদিগি।

[১] [২] [৩]