লঙ্কানদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল ডাচরা

চলতি ওয়ানডে বিশ্বকাপে মঞ্চে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। লঙ্কান বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েও সেই চাপ সামলে প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডাচরা। ৪৯.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে ডাচরা। এতে প্রথম জয়ের খোঁজে থাকা লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৩ রান।

শনিবার (২১ অক্টোবর) বিশ্বকাপের ১৯তম ম্যাচে লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। নেদারল্যান্ডেসের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ম্যাক্স ও’দৌদ ও বিক্রমজিৎ সিং। ম্যাচের চতুর্থ ওভারে এ জুটিতে আঘাত হানেন লংকান পেসার কাসুন রাজিথা। আউট হওয়ার আগে ১৩ বলে ৪ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন কলিন অকারম্যান। তার সঙ্গে ৪১ রানের জুটি গড়েন ম্যাক্স ও’দৌদ। প্রথম পাওয়ার প্লের শেষ বলে ভালো শুরুর ইঙ্গিত দেওয়া ও’দৌদকে বোল্ড করেন রাজিথা। সাজঘরে ফেরার আগে ১৬ রান করেন দৌদ।

এর পরেই সাজঘরের পথ ধরেন থিতু হওয়া কলিন অকারম্যান। দিলশানের বলে কুশল পেরেরার তালুবন্দী হন বাস (৬)। পরের ওভারেই দিলশানের পেসে লেগ বিফরের ফাঁদে পড়েন নিদামানুরু। শুরুতে আম্পায়ারের সিদ্ধান্তে নট আউট হন তিনি। পরে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন লংকান দলপতি কুশল মেন্ডিস। টিভি আম্পায়ারের সহযোগিতা নিয়ে নিদামানুরুকে সাজঘরে ফেরায় লংকানরা।

লংকান বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে রানের চাকা ঘোরানোর আশা দেখাচ্ছিলেন ডাচ দলপতি স্কট অ্যাডওয়ার্ডস। কিন্তু ভয়ংকর হয়ে ওঠার আগেই সাজঘরে ফিরেছেন তিনিও। মহেশ থিকসানার বলে বোল্ড হওয়ার আগে ১৬ রান করেন এ ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। তবে লোগান ফন বিকের সঙ্গে ১৩০ রানের বড় জুটি গড়ে ডাচদের স্কোরকার্ডে বড় সংগ্রহ এনে দেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়েছেন সিব্র্যান্ড। তার পরে অর্ধ শতক তুলে নিয়েছেন ফন বিকও। মূলত এ দু’জনের ব্যাটেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডাচরা।

এদিন সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন কাসুন রাজিথা ও দিলশান মধুশঙ্কা।

 

[১] [২] [৩]