সব
স্বদেশ বিদেশ ডট কম
টানা ছয় দিন ধরে বন্ধ রয়েছে সিলেটের কুমারগাঁও ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কেন্দ্রটির সংশ্লিষ্টরা বলছেন, জিপিএসবি ফিল্ডার পরিবর্তনের কাজ চলছে। এ জন্য এটি বন্ধ আছে। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, গ্যাস-সংকটের জন্য কেন্দ্রটি বন্ধ আছে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৬ মিনিট থেকে জিপিএসবি ফিল্ডার পরিবর্তনের জন্য কাজ বন্ধ করা হয়। ওই দিন কাজ শেষে কেন্দ্র চালু করার জন্য প্রস্তুত হয়। কিন্তু গ্যাস-সংকট থাকায়, সেটি বন্ধ রাখা হয়েছে।
এটি প্রতিদিন জাতীয় গ্রিডে ১৯০ থেকে ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। বন্ধ থাকায় দুর্গোৎসব উপলক্ষে জাতীয় গ্রিড থেকে সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে দুর্গোৎসব। আজ বুধবার থেকে সিলেটে লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে।
পিডিবি সূত্র জানায়, সিলেট অঞ্চলে ২ শিফটে প্রায় ৬২০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে প্রতিদিন। তবে এখন গরম কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা ১০০ মেগাওয়াটের মতো কমে এখন ৫২০ মেগাওয়াটে চলে আসছে। আর নতুন ফিল্ডার লাগানোয় ২২৫ মেগাওয়াট কেন্দ্রটি এখন ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটি চালু না হলে এই অঞ্চলে লোডশেডিং বাড়বে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03