রাতের মধ্যে ৮০ শতাংশ ইন্টারনেট ঠিক হওয়ার আশা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ


ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছেন, রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ফলে ওই ভবনে থাকা ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় যে বিঘ্ন ঘটেছিল, তা রাতের মধ্যে ৮০ শতাংশ ঠিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আইএসপিএবির আইএসপিএবির সভাপতি এমদাদুল হক এ খবর জানান।

তিনি বলেন, আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশের অনুমতি পেয়েছি। প্রতিষ্ঠানগুলো নিজেদের যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছে। আগুনে সরঞ্জামাদি সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এখন অন্য সার্ভারে সংযোগ হস্তান্তরের কাজ চলছে। আশা করছি, রাতের মধ্যে ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবা ৮০ শতাংশ পুনরুদ্ধার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগে। এতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে আগুন পুরোপুরি নিভে যায়। ভবনটিতে শীর্ষস্থানীয় কিছু ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে, যার মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...