ডিবির পোশাকে বাসে আগুন দেয়া ব্যক্তিকে খোঁজা হ‌চ্ছে: ডি‌বি প্রধান

রাজধানীতে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ডিবির পোশাক পরে বাসে আগুন দেয়ার অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ ব‌লে‌ছেন, ডিবির পোশাকে বাসে আগুন দেয়া ব্যক্তির খোঁজ করছে পুলিশ।

শনিবার রাতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডি‌বি প্রধান বলেন, আমরা অনেক সময় শুনি- ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ছিনতাই-ডাকাতি করেছে। আমরা ওই ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছি। তেমনভাবে আজ যে-বা যারা আইন-শৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাদের খুঁজছি।

হারুন অর রশিদ বলেন, আমি মনে করি এরা অপরাধী। খুব শীঘ্রই আমরা অভিযুক্তদের ‌গ্রেপ্তার করবো। তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

ডিবি প্রধান বলেন, পুলিশের অনেকগুলো গাড়িতে আগুন লাগিয়েছে, দুইটা সরকারি গাড়িতে আগুন দিয়েছে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এখন হয়ত তারা মনে করেছে, একটা ড্রেস পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। তাদের সেই পাঁয়তারা আমরা সফল হতে দেব না। যারা এই কাজটি করেছেন, নিন্দনীয় কাজ করেছেন। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

[১] [২] [৩]