সব
মো. জিয়াউর রহমান খান সোহেল ব্যাুরো প্রধান ইতালি,
গত ৯ নবেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার ইতালি সময় আনুমানিক রাত ৬.৩০ এ মনফালকনে গরিজিয়া ইতালিতে বসবাসরত মোমেন মোল্লা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
উনার জন্মস্থান নরসিংদী জেলার রায়পুরা থানার মুছাপুর ইউনিয়নে গৌরিপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। তিনি মৃত্যু কালে স্ত্রী, চার ভাই ও চার বোনসহ অসংখ্য গুনাহগারী রেখে গেছেন। তিনি জেলা এসোসিয়েশন নরসিংদী এর একজন সন্মানিত উপদেষ্টা ছিলেন। উনার মৃত্যুতে মনফালকনে শহরে বাংলাদেশী কমিউনিটির মাঝে শোকের আবহ বিরাজ করছে। আল আমিন রশিদ জানান মৃত্যুর খবর অবশ্যই কষ্টের গভীর বেদনা দায়ক কিন্তু প্রবাসে মৃত্যুর খবর আরো অনেক বেশি কষ্ট দায়ক। মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে ওনার জন্য সকলের কাছে দোয়ার আবেদন করা হয়েছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03