এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই ঢাবি-বুয়েট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ


যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪-এ শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেয়। এবারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪০তম।

বুধবার ( ৮ নভেম্বর) কিউএসের ওবেসাইটে এই র‍্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ১৮৭তম স্থানে থেকে দেশের দ্বিতীয় সেরা বুয়েট ও ১৯১তম স্থানে থেকে তৃতীয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

পাবলিক ও প্রাইভেটসহ দেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় ঠাঁই পেয়েছে। ৩৩ স্কোর নিয়ে ১৪০তম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭.৭তম স্কোর নিয়ে ১৮৭তম স্থানে বুয়েট এবং ২৭.৬ স্কোর নিয়ে ১৯১তম স্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

তালিকায় ২০০ থেকে ৪০০ এর ঘরে আরো তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে। ৪০১ থেকে তালিকার সর্বশেষ পর্যন্ত রয়েছে আরো ১৯টি বিশ্ববিদ্যালয়। তবে ২০০ এর পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর স্কোর খুবই কম থাকায় তা সাধারণ তালিকায় দেখানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ১০০ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে চীনের বেইজিংয়ে অবস্থিত পিকিং ইউনিভার্সিটি।

এ ছাড়া পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে। র‍্যাংকিংয়ে ভারতের ১৪৮টি বিশ্ববিদ্যায় স্থান করে নিয়েছে।

এর মধ্যে ৪০ থেকে ১০০তম র‍্যাংকিংয়ে আছে এটি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া এই তালিকায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয় সংখ্যা ৬৩টি। তালিকার ৬৪ থেকে ১০০তম র‍্যাংকিংয়ে আছে ২টি বিশ্ববিদ্যালয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...