১৪ দিনে ১৩১ মামলা, গ্রেপ্তার ১৮১৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ


২৮ অক্টোবর বিএনপি ডাকা মহাসমাবেশের দিন আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় রাজধানীতে ১৩১টি মামলা হয়েছে। এতে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮১৩ জনকে।

সর্বশেষ শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, গত ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৭৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ জন, ৮ নভেম্বর ৪১ জন, ৯ নভেম্বর ৩৭ জন, ১০ নভেম্বর ৩৯ জন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন জানান ডিএমপি পক্ষ থেকে অনুরোধ করে জানান, কেউ যেন কোনোভাবে রাজনৈতিক কর্মসূচির নামে কোন ধ্বংসাত্মক কার্যক্রম না করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...