আবারও বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ

কোনো রকম পাসপোর্ট, ভিসা, টিকেট কিংবা বোর্ডিং পাস; ছাড়াই গত ১১ সেপ্টেম্বর কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে বসে ১২ বছর বয়সী জুনায়েদ মোল্লা। এ ঘটনায় বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন আরেকটি ঘটনা ঘটেছে। এবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশ করার সময় মানিক মিয়া নামে ১০ বছরের শিশুকে জিম্মায় নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই ঘটনা ঘটে। শিশুটির বাড়ি রংপুর সদরের দেউডুবায়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে। সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তখন শিশুকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটির পরিবারকে খবর দেয়া হয়েছে। বয়স কম হওয়ায় তাকে পরিবারের কাছে তুলে দেয়া হবে। এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেয়া হবে না। ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...