এবারও আওয়ামী লীগ বিজয়ী হবে: পররাষ্ট্রমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১:৪৯ অপরাহ্ণ

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবার চতুর্থবারের মতো বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে দলীয় মনোনয়ন নিয়ে সিলেট এসে পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া অভ্যর্থনার জবাবে তিনি এই মন্তব্য করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী সবার উদ্দেশে বলেন, দলের সভাপতি জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসেবে আবারও মনোনীত করেছেন। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেট তথা দেশবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি।

তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক লোকজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh