বিয়ে করলেন ‘কাভি খুশি কাভি গাম’-এর ছোট্ট পূজা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩, ৮:৪১ পূর্বাহ্ণ

বিয়ে করলেন ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করা মালবিকা রাজ। সিনেমায় মালবিকার নাম ছিল‘পূজা’ বা ‘পু’। জানা গেছে, ব্যবসায়ী প্রণব বাগ্গাকে ওয়েস্টিন গোয়াতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন তারা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে মালবিকা রাজ লেখেন, ‘আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ।’

ছবিতে মালবিকাকে দেখা যায়, সোনালি রঙের এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরে। সঙ্গে ভারী সোনার গয়না পরেছিলেন। চলতি বছরের আগস্টেই বাগদান সারেন প্রণব ও মালবিকা। তুরস্কে হয়েছিল তাদের বাগদান অনুষ্ঠান।

প্রসঙ্গত ‘কাভি খুশি কাভি গাম’ ছাড়াও মালবিকা অ্যাকশন ফিল্ম ‘স্কোয়াড’-এ অভিনয় করেন। সেখানে অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিন ডেনজংপাও-এর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...