পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবলের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ১ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশকয়েক জন। শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিবের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন রোববার ভোর ৪টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রম কালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ধুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত অপর পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হেয়েছে।

এদিকে সকাল পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...