সব
স্বদেশ বিদেশ ডট কম
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২৩ ডিসেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (৩ ডিসেম্বর) সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। সব প্রার্থীকে অনলাইন থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে নিতে হবে।
গত ১৭ নভেম্বর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২৯ জন।
Developed by: Helpline : +88 01712 88 65 03