ফরিদপুর জেলার ৮ থানার ওসি বদলি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ণ

ফরিদপুর জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের ৪৪.০১.০০০০.০১২.১৯.০৯৭.২৩.১৫৭৮ নম্বর স্মারকে বদলির আদেশ দেয়া হয়।

স্মারক সূত্রে জানা যায়, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিককে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেনকে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাবকে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলামকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সেলিম রেজাকে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেনকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...