ইতালির হাসপাতালে আগুন, ৪ জনের প্রাণহানী

ইতালির রাজধানী রোমের টিভোলি শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানী হয়েছেন কমপক্ষে চারজন। আগুন লাগার পর হাসপাতাল থেকে অন্তত ২৫০ রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

শনিবার এসব তথ্য জানায় ইতালির সংবাদ মাধ্যম ‘ওয়ান্টেড ইন রোম’। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

যেসব রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন নবজাতকও। ধারণা করা হচ্ছে, এই আগুনের সূত্রপাত হাসপাতালের বেজমেন্টে বয়লার বিস্ফোরণ থেকে। হাসপাতালের সার্বিক ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

[১] [২] [৩]