সব
স্বদেশ বিদেশ ডট কম
লা লিগায় গ্রানাদা ও আথলেতিক বিলবাওয়ের ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা এক দর্শকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১০ ডিসেম্বর) নির্ধারিত সময়েই শুরু হয় মাঠের লড়াই। তবে ১৭ মিনিটের মাথায় হুট করেই খেলা বন্ধ করে দেয়া হয়।
পরবর্তীতে লা লিগা কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। মূলত স্টেডিয়ামে আসা এক সমর্থকের আকস্মিক মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয়। লিগ কর্তৃপক্ষ আরও জানায়, দু’দলের সঙ্গে আলোচনা করে ম্যাচটি পরবর্তীতে আয়োজন করা হবে।
লা লিগার বিবৃতিতে লেখা হয়েছে, গ্রানাডা এবং অ্যাথলেটিকো বিলবাওয়ের ম্যাচটি এক সমর্থকের মর্মান্তিক মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। খুব শীঘ্রই ম্যাচের জন্য একটি পুনঃনির্ধারিত তারিখ এবং সময় ঘোষণা করা হবে।
বিবৃতিতে মৃতের পরিবার এবং গ্রানাডা দলের প্রতি সমবেদনা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। দুর্ঘটনা ঘটার আগে এক গোলের লিড পেয়েছিল অ্যাথলেটিকো বিলবাও। তবে তাদের সম্মতিতেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
Developed by: Helpline : +88 01712 88 65 03