বিপিএল শুরুর তারিখ জানা গেল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ

গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এবার আসরের সময়সূচিও চূড়ান্ত হল। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে আসরটি। আর দেড় মাসের আসরটির পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে।

সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকার মধ্যের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এবার ৭ দলের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। এই তালিকায় আছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সপ্তাহের ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আর প্রতি শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

উল্লেখ্য, বিপিএলের এবারের আসরের ড্রাফটে ৭ ক্যাটাগরিতে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল। আর ৫ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার ছিলেন ৪৪৮ জন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...