সব
স্বদেশ বিদেশ ডট কম
ফরিদপুরে পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এ অভিযানের খবরে জেলায় পেঁয়াজের দাম মণ প্রতি কমেছে ৭’শ থেকে ৮’শ টাকা।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর সদরের মোমিনখার হাটে এ যৌথ অভিযান চালানো হয়।
এসময় পেঁয়াজের আড়তে মূল্য তালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১০০০ টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ মেসার্স সেলিম স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করেন।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের ২টি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03