আদালতে পুলিশের সামনেই আসামিকে গুলি করে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ৮:২২ অপরাহ্ণ

ভারতের একটি আদালতে পুলিশের সামনেই হত্যা মামলার কারাবন্দি আসামিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দেশটির পাটনার একটি আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘঠে। এ খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে নিহত অভিষেক কুমার হত্যাসহ কয়েকটি মামলার আসামি। সে দেশটির উত্তরপ্রদেশের সিকান্দারপুরের বাসিন্দা। গরীর বিউর কারাগারে বন্দি থাকা অভিষেককে শুক্রবার আদালতে হাজির করার জন্য নেয়া হয়। আদালত প্রাঙ্গণে নেয়ার সঙ্গে সঙ্গে দুজন লোক তার ওপর হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। ঘটনার পরপরই মুজাফফরপুরের খুনিদের গ্রেপ্তার করে পুলিশ।

পাটনা পশ্চিমের পুলিশ সুপার (এসপি) রাজেশ কুমার বলেন, হামলাকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হত্যার জন্য কারা তাদের পাঠিয়েছে এবং এ খুনের পেছনের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ২০১৯ সালেও দানাপুর আদালতের বাইরে একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিচারাধীন বন্দিদের আদালতে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করলে তিনি নিত হন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...