সব
স্বদেশ বিদেশ ডট কম
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের সন্ধানে নেমেছে বাংলাদেশ। টসও পক্ষ নিয়েছে বাংলাদেশের। কিন্তু ম্যাচ শুরুর আগেই এক পশলা বৃষ্টি এসে বাগড়া দিয়েছে। তাতে ম্যাচের কমে ৪ ওভার। এরপর আরও দুই দফা বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে। শরিফুল ইসলাম বল হাতে শুরুটা ভালো করলেও বাকি সময়টা বৃষ্টির পাশাপাশি রাজত্ব করেছে টম লাথাম আর উইল ইয়ং। বাংলাদেশের হতাশা শুধু বেড়েছেই।
ডুনেডিনে রবিবার দফায় দফায় বৃষ্টিতে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ইউনিভার্সিটি ওভালের ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে লাগিয়ে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে কিউইরা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৫ রান।
Developed by: Helpline : +88 01712 88 65 03