গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরের ভাওয়ালগড়ের বনখড়িয়া এলাকায় রেল লাইনে নাশকতার ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উপ-কমিশনার মোহাম্মদ কামাল জানান, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় গত বুধবার ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ ৫ জন গুরুতর আহত হন। এছাড়া ওই ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...