সব
স্বদেশ বিদেশ ডট কম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। এরপর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়।
এদিন ঢাকায় সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করে বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান।
ঢাকায় প্রতীক পেলেন যারা-
ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা): সালমা ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল), সালমান এফ রহমান, আওয়ামী লীগ (নৌকা), আ. হাকিম, এনপিপি, (আম), সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা), শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ), মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে), মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)।
ঢাকা-২: ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক), আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার), অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা), শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল)।
ঢাকা-৩: মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. রমজান, মুক্তিজোট (ছড়ি), মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক), আব্দুস সালাম, এনপিপি (আম), নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা), মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব)।
ঢাকা-৪: স্বতন্ত্র হিসাবে মোহাম্মদ মনির হোসেন (ঈগল), মো. আওলাদ হোসেন (ট্রাক), আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৫: স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৬: আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা। তিনি প্রতীক নিতে নিজেও আসেননি প্রতিনিধিও পাঠাননি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তার প্রতিনিধি যখন আসবে তখন প্রতীক দেওয়া হবে। এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী (আম), তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার (মাছ), ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার (মিনার), জাতীয় পার্টি-জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।
ঢাকা-৭: এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এই আসনে ৬ জন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন। তিনি নিজে আসেননি। প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী (একতারা), জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী (মশাল) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া): ১. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা) ২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল) ৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ) ৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক) ৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম) ৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) ১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)।
ঢাকা-২০: বেনজীর আহমদ, আওয়ামী লীগ (নৌকা), খান মোহাম্মদ ইসরাফিল, জাতীয় পার্টি (লাঙ্গল), এম এ মালেক, স্বতন্ত্র (ট্রাক), মোহাদ্দেছ হোসেন, স্বতন্ত্র (কাঁচি), মো. আমিনুর রহমান, মুক্তিজোট (ছড়ি), মো. মিনহাজ উদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা), রেবেকা সুলতানা, এনপিপি (আম)।
Developed by: Helpline : +88 01712 88 65 03