লক্ষীপুর-১ আসনে ‘নৌকা’ প্রতীক পেলেন ড. আনোয়ার খান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে লক্ষীপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। লক্ষীপুর -১ রামগঞ্জ আসন থেকে নৌকা প্রতীক পেয়েছেন ড. আনোয়ার হোসেন খান ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে লক্ষীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন তিনি। এসময় আনন্দ-উল্লাস করেন নেতাকর্মী ও স্থানীয়রা।

আনোয়ার হোসেন খানের আসনে তিনি ছাড়াও ভোটে লড়বেন, জাতীয় পার্টির মাহামুদুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখলুম ফারুকী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেটলি), কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন (ঈগল) ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন আজ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...