বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের সভা শুরু মঙ্গলবার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:০০ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের সভা, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভর্নমেন্টাল কমিটির (আইসিসি) সভা মঙ্গল ও বুধবার (১৯ ও ২০ ডিসেম্বর) ঢাকায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের পক্ষে দুটি সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গঠন করা হয়েছে। ভারত এরই মধ্যে সভায় অংশ নিতে ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের তালিকা দিয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...