সব
স্বদেশ বিদেশ ডট কম
মঙ্গলবার বিএনপি ঘোষিত সকাল-সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাহাঙ্গীর গেট শাহিন কলেজের সামনে মহাসড়ক হরকালের সমর্থনে এ মশাল মিছিল হয়। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে এ হরতালের ডাক দেয় বিএনপি।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, মো. সুরুজ মন্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার। যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, তন্বী মল্লিক, এমএম মারুফুল ইসলাম, মৃধা মো. মাসুদ রানা, মৌসুমী হক মৌ, মো. হাসান, সহ-সাধারণ সম্পাদক মুসফুর রহমান সাগর, মো. মিনহাজুল আবেদীন নান্নু, ফজলুল হক নিরব, শেখ মো নুরুল্লাহ প্রমুখ।
মিছিল থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মী।
Developed by: Helpline : +88 01712 88 65 03