সারাদেশে ৪২২‌টি র‌্যা‌বের টহল দল মোতা‌য়েন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ

বিএন‌পিসহ সমমনা দ‌লের ডাকা হরতাল কর্মসূ‌চি‌তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট প্যাট্রলিং সহ রাজধানীতে র‍্যাবের ১৩০ টি টহল দল মোতায়েন করা হ‌য়েছে। সারাদেশে মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে ৪২২ টি টইল দল।

র‌্যাব সদর দপ্ত‌রের গণমাধ‌্যম শাখা থে‌কে পাঠা‌নো বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জা‌নি‌য়ে বলা হয়, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র‍্যাব।

যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ন স্থান সমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে। প্রতীক বরাদ্দ পরবর্তীতে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র‍্যাব।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...