কলোরাডোয় নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ১:২৪ অপরাহ্ণ

কলোরাডো অঙ্গরাজ্য থেকে নির্বাচন করতে পারবেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অঙ্গরাজ্যটির শীর্ষ আদালত ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে এই রায় দেন। এর ফলে ওই রাজ্যে থেকে তিনি আর ভোটে অংশ নিতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে, যারা বিদ্রোহ বা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকবে তারা এ ধরনের দায়িত্বে যেতে পারবে না। এ ধারাই ট্রাম্পের ওপর প্রয়োগ করা হলো।

 

রায়টি গুরুত্বপূর্ণ হলেও ২০২৪ সালের নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে তা এতটা প্রভাব বিস্তার করবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আদালতের এ রায় ৫ মার্চ কলোরাডোর রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা করেছিলেন ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। এ হামলায় সমর্থকদের উস্কানি দেয়ায় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে আদালতে মামলা করেছিল কলোরাডো ভোটারদের একটি সংগঠন। তাদের সহায়তা করেছে ওয়াশিংটনের সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিক্স।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...