পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ণ

কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীর ছনখোলা ও কাঠালিয়ামোড়া এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন চাচাতো ভাই-বোন।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—পিএমখালী ইউনিয়নের ছনখোলা মাঝের পাড়ার বাসিন্দা জিয়া উদ্দীন ও বোরহান উদ্দীনের দুই সন্তান মিমতাহা মণি (৩), আড়াই বছর বয়সি মোহাম্মদ ও চট্টগ্রামের সাইদুল ইসলাম লাভলুর ছেলে আসাদুল আবরার (২ বছর ৬ মাস)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মিমতাহা ও মোহাম্মদ খেলতে গেলে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় ওই দুই শিশু পানিতে ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে আসেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা। বাবা-মায়ের অজান্তে শিশু আসাদুল আবরার পুকুরে পড়ে যায়। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, সকালে পিএমখালী থেকে পানিতে ডুবে তিন শিশুকে আনলে মৃত ঘোষণা করা হয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...