সব
স্বদেশ বিদেশ ডট কম

রাজধানীর গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুই ইউনিট।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে সময় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত নয়টার পর খবর পেয়ে ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
তবে এতে হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।